ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সম্পর্ক দৃঢ় করতে নবী-নির্দেশিত যে পন্থা

খোলা কাগজ ডেস্ক
🕐 ১২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ০২, ২০২১

সম্পর্ক দৃঢ় করতে নবী-নির্দেশিত যে পন্থা

আমাদের চারপাশের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, প্রতিবেশি, সহপাঠী, সহকর্মীসহ অনেকেই আছেন, যাদের সাথে দৈনন্দিন জীবনেই আমাদের সম্পর্ক রেখে চলতে হয়। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্ক। এ সম্পর্কগুলো দৃঢ় ও মধুরতম করতে এক চমৎকার পন্থা বলে দিয়েছেন আমাদের প্রিয় নবী (সা.)।

হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদীসে এসেছে, নবীজি (সা.) বলেছেন,

تَهَادَوْا تَحَابُّوا

“তোমরা একে অন্যকে উপহার দাও। এতে তোমরা একে অন্যকে ভালোবাসবে।” (বুখারী, আদাবুল মুফরাদ, হাদীস নং: ৯৫৪; বাইহাকী, হাদীস নং: ১২২৯৭)

উপহার দিতে হলে দামি এবং বড় কিছু হতে হবে, এমনটা নয়। ছোট ছোট অনেককিছুও মানুষকে আনন্দিত করতে পারে। হতে পারে এটি সামান্য চকলেট বা মিষ্টান্ন অথবা সাধারণ একটি বলপয়েন্ট কলম। ছোট এ উপহারও মানুষের মাঝে সম্পর্কে দৃঢ়তা এনে দিতে পারে।

সুতরাং আমাদের উচিত, উপহারের মাধ্যমে জীবনের সাথে সংশ্লিষ্ট সম্পর্কগুলোকে দৃঢ় করে নেওয়া। আল্লাহ আমাদের চারিপাশের মানুষগুলোর হৃদয়ে-হৃদয়ে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার তাওফিক দান করুন। আমীন।

 
Electronic Paper