ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আত্মীয়তা রক্ষায় কী করবেন

ডেস্ক রিপোর্ট
🕐 ৪:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮

আত্মীয়তার সম্পর্ক রক্ষার বিষয়টি ইসলাম খুবই গুরুত্বের সঙ্গে দেখেছে। মহান আল্লাহতায়ালা যেমন পবিত্র কোরআনে এ সম্পর্ক রক্ষার আদেশ দিয়ে অবজ্ঞাকারীদের শাস্তির কথা বলেছেন, তেমনি সুরা রাদের ২১ নম্বর আয়াতে এ সম্পর্ক রক্ষাকারীকে প্রকৃত বুদ্ধিমানের অন্তর্ভুক্ত করেছেন। ইরশাদ হচ্ছে, ‘(এবং বোধসম্পন্ন তারা) যারা বজায় রাখে ওই সম্পর্ক, যা বজায় রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন এবং স্বীয় পালনকর্তাকে ভয় করে এবং কঠোর হিসাবের আশঙ্কা রাখে।’ (সুরা রাদ-২১)।

এমনিভাবে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাসী, সে যেন নিজ আত্মীয়তার বন্ধন রক্ষা করে।’ (বুখারি, হাদিস-৬১৩৮)।

উপরোল্লিখিত আয়াত ও হাদিস ছাড়াও আরও একাধিক আয়াত ও বহু হাদিসে এ সম্পর্কে আলোচনা এসেছে।

তাদের সঙ্গে বারবার সাক্ষাৎ করা, তাদের খোঁজখবর নেওয়া, তাদের সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করা, তাদের মাঝে মধ্যে কোনো কিছু উপহার দেওয়া, তাদের যথোপযুক্ত সম্মান করা, তাদের গরিবদের সদকা-খায়রাত এবং ধনীদের সঙ্গে নম্র ব্যবহার করা, তাদের বড়দের সম্মান করা এবং ছোট ও দুর্বলদের প্রতি দয়া করা, তাদের আপ্যায়ন করা, তাদের সম্মানের সঙ্গে গ্রহণ করা। তাদের মধ্যে যারা আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তাদের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা।

তাদের বিবাহ-শাদিতে অংশগ্রহণ করা, তাদের দুঃখ-দুর্দশায় পাশে থাকা, তাদের জন্য দোয়া করা, তাদের সঙ্গে প্রশস্ত অন্তরের পরিচয় দেওয়া, তাদের পারস্পরিক দ্বন্দ্ব-বিগ্রহ নিরসনের চেষ্টা করা তথা তাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা, তাদের রুগ্নের সেবা করা, তাদের দাওয়াত গ্রহণ করা ইত্যাদি।

 
Electronic Paper