ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিপদে আল্লাহমুখী হও

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১

বিপদে আল্লাহমুখী হও

আল্লাহবিমুখদের বন্ধু বানিয়ো না

ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ কোরো না...।’ (সুরা মুমতাহিনা, আয়াত : ১)

 

জেনে-বুঝে সত্যবিমুখ হয়ো না

ইরশাদ হয়েছে, ‘...তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো, তা আমি (আল্লাহ) সম্যক অবগত। তোমাদের মধ্যে যে এটা (অবিশ্বাসীদের সঙ্গে বন্ধুত্ব) করে সে বিচ্যুত হয় সরল পথ থেকে।’ (সুরা মুমতাহিনা, আয়াত : ১)

পাপীদের সন্তান-সন্তুতি পরকালে উপকারে আসবে না

ইরশাদ হয়েছে, ‘তোমাদের আত্মীয় ও সন্তান-সন্তুতি কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ তোমাদের মধ্যে ফায়সালা করে দেবেন। তোমরা যা করো তিনি তা দেখেন।’ (সুরা মুমতাহিনা, আয়াত : ৩)

ইবরাহিম (আ.) মানবজাতির জন্য আদর্শ

ইরশাদ হয়েছে, ‘তোমাদের জন্য ইবরাহিম ও তার অনুসারীদের মধ্যে আছে উত্তম আদর্শ...।’ (সুরা মুমতাহিনা, আয়াত : ৪)

বিপদে আল্লাহমুখী হও

ইরশাদ হয়েছে, ‘...আমাদের প্রতিপালক! আমরা আপনার ওপরই নির্ভর করেছি, আপনার অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তো আপনার কাছে।’ (সুরা মুমতাহিনা, আয়াত : ৪)

 
Electronic Paper