ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাস্তুচ্যুত মুসলিমদের আশ্রয় দাও

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১

বাস্তুচ্যুত মুসলিমদের আশ্রয় দাও

শাস্তিদানে আল্লাহ কঠোর

ইরশাদ হয়েছে, ‘এটা এ জন্য যে তারা আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধাচরণ করেছিল। কেউ আল্লাহর বিরুদ্ধাচরণ করলে আল্লাহ তো শাস্তিদানে কঠোর।’ (সুরা হাশর, আয়াত : ৪)

 

বাস্তুচ্যুত মুসলিমদের আশ্রয় দাও

ইরশাদ হয়েছে, ‘এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য, যারা নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি থেকে উত্খাত হয়েছে। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তাঁর রাসুলের সাহায্য করে। তারাই সত্যাশ্রয়ী।’ (সুরা হাশর, আয়াত : ৮)

মুমিন অভাবগ্রস্ত হলেও অন্যদের প্রাধান্য দেয়

ইরশাদ হয়েছে, ‘...তারা তাদের নিজেদের ওপর প্রাধান্য দেয় নিজেরা অভাবগ্রস্ত হলেও। যাদের অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফলকাম।’ (সুরা হাশর, আয়াত : ৯)

মুসলমানের প্রতি বিদ্বেষ রেখো না

ইরশাদ হয়েছে, ‘যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের ও ঈমানে অগ্রণী আমাদের ভাইদের ক্ষমা করুন। আর মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না।’ (সুরা হাশর, আয়াত : ১০)

 
Electronic Paper