ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হজ ও ওমরার মধ্যে পার্থক্য কী?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ০৯, ২০২১

হজ ও ওমরার মধ্যে পার্থক্য কী?

হজ ও ওমরার মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। 

১. হজ ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য তাদের জীবনকালে এটি পালন করা বাধ্যতামূলক। পক্ষান্তরে ওমরা সুন্নত।

২. হজ একটি নির্দিষ্ট সময়ে করতে হয় কিন্তু ওমরা সারা বছর করা যায়।

৩. ওমরার মধ্যে আরাফাত ও মুজদালিফায় অবস্থান, দুই নামাজ একসঙ্গে আদায় করা ও খুতবার বিধান নেই। তাওয়াফে কুদুম এবং তাওয়াফে বিদাও নেই কিন্তু এসব কাজ হজের মধ্যে রয়েছে।

৪. ওমরার মধ্যে তাওয়াফ আরম্ভ করার সময় তালবিয়াহ পড়া মওকুফ করা হয়। আর হজের মধ্যে জামরাতুল আকাবাতে রামি (কঙ্কর নিক্ষেপ) করার সময় মওকুফ করা হয়।

৫. ওমরা নষ্ট হলে বা জানাবত (ওই নাপাকি যা দ্বারা গোসল ফরজ হয়) অবস্থায় তাওয়াফ করলে (দম হিসেবে) একটা ছাগল বা মেষ জবেহ করা যথেষ্ট, কিন্তু হজে যথেষ্ট নয় বরং পরবর্তী বছর পুনরায় সম্পন্ন করতে হয়।

 
Electronic Paper