ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিবেশীর হক মেটাবো কীভাবে?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:১৯ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২১

প্রতিবেশীর হক মেটাবো কীভাবে?

প্রতিবেশী বলতে মুসলিম, অমুসলিম, নেক বান্দা, ফাসেক, বন্ধু, শত্রু, উপকারী, ক্ষতিসাধনকারী, আত্মীয়, অনাত্মীয় সবাই অন্তর্ভুক্ত।

প্রতিবেশী তিন শ্রেণির-

১. অনাত্মীয় বিধর্মী প্রতিবেশী : এ শ্রেণির প্রতিবেশীও প্রতিবেশীর হক পাবেন।

২. মুসলিম প্রতিবেশী : মুসলিম প্রতিবেশী একজন মুসলিম হিসেবে এবং একজন প্রতিবেশী হিসেবে দু’দিক থেকে তার হক পাবেন।

৩. মুসলিম আত্মীয় প্রতিবেশী : একজন প্রতিবেশী, একজন মুসলিম ও একজন আত্মীয় হিসেবে তার হক পাবে। ইসলামে আত্মীয়-স্বজনের জন্য বিশেষ হক রয়েছে।

প্রতিবেশীর হক সম্পর্কিত দুটি হাদিস-

১. আবু হুরাইরাহ (রা.) বলেন, নবী (সা.) বলেছেন, ‘আল্লাহর কসম! সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম! সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম! সে ব্যক্তি মুমিন নয়।’ জিজ্ঞেস করা হলো, ‘কোন ব্যক্তি, হে আল্লাহর রাসুল?’ তিনি উত্তরে বললেন, যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না। (সহিহুল বুখারি ৬০১৬)

২. অপর এক বর্ণনায় রয়েছে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। (সহিহুল বুখারি ২৫৬৬)।

 
Electronic Paper