ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কীভাবে বরকত লাভ করব?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:০১ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২১

সূরা নুহ-এ আল্লাহতায়ালা তার অনুগত বান্দাদের রিজিকে বরকত লাভের জন্য সুস্পষ্ট দিক-নির্দেশনা দান করেছেন। আল্লাহতায়ালা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং প্রবাহিত করবেন নদীনালা। (সূরা নুহ-১০-১২)।

কোরআনের দিক-নির্দেশনার আলোকে বোঝা যায়, রিজিকে বরকত লাভের কোরআনি আমল হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। যারা নিয়মিত বেশি বেশি ইসতেগফার পড়বে তাদের জন্য রিজিকের দরজা উন্মুক্ত হয়ে যাবে।

কয়েকটি ছোট ছোট ইসতেগফার হচ্ছে-

১. শুধু ‘আসতাগফিরুল্লাহ’ বেশি বেশি পড়া।

২. ‘রাব্বিগফির, ওয়ারহাম ওয়া আংতা খাইরুর রাহিমিন’ পড়া।

৩. ‘আসতাগফিরুল্লাহাল আজিম আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি’।

অর্থ : আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমি তার কাছেই তওবা করছি।

 
Electronic Paper