ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পশুর হাটে নামাজ কাজা!

ডেস্ক রিপোর্ট
🕐 ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

অহরহ ঘটে এ ঘটনা। কোরবানির পশু কিনতে গিয়ে নামাজ কাজা হয়ে যাচ্ছে বড় নিশ্চিন্তে। কে যেন আমাদের কানে কানে বলে দেয়, আজকে নামাজ কাজা হলে অসুবিধা নেই। এত বড় নেক আমল করতে এসেছি, দু’এক বেলা নামাজ কাজা হলে সমস্যা কী! শয়তানের ভয়াবহ এক ধোঁকা। এ ধোঁকায় পড়ে যে নামাজ কাজা করল, তার কোরবানি পশু জবাইয়ের উৎসব ছাড়া আর কিছুই হলো না।

উৎসবের নাম কোরবানি নয়। কোরবানি হলো মহান আল্লাহর হুকুমের সামনে নিবেদিত হওয়ার নাম। হজরত ইব্রাহিম (আ.) আপন সন্তানের গলায় ছুরি চালিয়েছিলেন উৎসব ও আনন্দের জন্য নয়, শুধুই মাওলায়ে পাকের হুকুমের সামনে নিঃশর্ত আত্মসমর্পণের জন্য। তিনি সব পরীক্ষায় পাস করেছিলেন। পরীক্ষায় পাসের পুরস্কার হিসেবে আল্লাহতাআলা প্রিয় বান্দা ইব্রাহিমের স্মৃতিকে কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য সব মানুষকে কোরবানি করার নির্দেশ দিলেন। আমরা ইব্রাহিমের সন্তানরা দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেকটা পরীক্ষায় অকৃতকার্য হয়ে যাই। জীবনটাই একটা পরীক্ষার নাম। পদে পদে পরীক্ষা। পশুর হাটে যখন জোহরের আজান হলো, ইব্রাহিমের প্রকৃত সন্তানরা তখন সব ফেলে মসজিদের দিকে ছোটে, আর আমরা যারা বারবার হেরে যাই, অকৃতকার্য হয়ে যাই, আজানের আওয়াজ কান পর্যন্ত পৌঁছলেও অন্তর পর্যন্ত পৌঁছে না। কোরবানির প্রথম পরীক্ষায় আমরা অকৃতকার্য। এরপর যত কিছু করব সবটাই অন্তঃসারশূন্য আমল। কিছু পয়সা খরচ। কিছু মানুষের প্রশংসামাখা দৃষ্টি ব্যস এতটুকুই। আর কিছু না। আল্লাহ আমাদের এ থেকে হেফাজত করুন। আমরা যেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজকে সর্বাবস্থায় প্রাধান্য দিই। আল্লাহ তওফিক দান করুন।

 
Electronic Paper