ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঠাট্টাচ্ছলে তালাক দিলে কার্যকর হবে কী?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৩:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

প্রশ্ন : আমি আমার স্ত্রীর সঙ্গে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড হিসেবে কথা বলতাম। হঠাৎ একদিন ও ফোনে বলল, তোমার যে একটা বউ আছে ভুলে গেছ? তখন বললাম, আমার তো বউ নেই!

 

ও জিজ্ঞাসা করল, বিয়ে করেছিলে ওই বউ কোথায়?

আমি বলেছিলাম, ওইটা তো তালাক দিয়েছি।

এটা আমি কী বললাম! আমার ভুল হয়ে গেছে, জীবনেও এটা বলব না। তুমি আমার স্ত্রীই, আর কিছু না।

তখন সে বলল, তুমি ১০০ বার বল কিন্তু তিনবার বল না।

বললাম, আচ্ছা ঠিক আছে। তুমি আমার গার্লফ্রেন্ড ও বউ দুটাই।

পরে ওয়াসওয়াসার কারণে একজন মুফতির কাছে এভাবে বলি- আমার স্ত্রী বলেছে, তুমি ১০০ তালাক বল কিন্তু তিন তালাক বল না।

বিষয়টি চিন্তা করতে করতে মুখ দিয়ে জিকিরের শব্দের মতো ‘তালা’ শব্দ বের হয়!

উত্তর : প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রীর ওপর দুই তালাক পতিত হয়েছে। কেননা ঠাট্টা বা মিথ্যা স্বীকারোক্তির দ্বারা তালাক পতিত হয়। ভবিষ্যতে আপনি আর একটি তালাকের মালিক থাকবেন। অর্থাৎ ভবিষ্যতে আর একটি তালাক দিলে স্ত্রীর সঙ্গে সংসার করা জায়েজ হবে না। দুই তালাক দেওয়ার পর ইদ্দতের মধ্যে (অর্থাৎ স্ত্রীর পূর্ণ তিন হায়েজ অতিক্রান্ত হওয়ার পূর্বে) তাকে মৌখিকভাবে ফিরিয়ে নিলে বা স্বামী-স্ত্রী সুলভ আচরণ করে থাকলে তিনি আপনার স্ত্রী হিসেবে বহাল আছেন।

(সুনানে আবু দাউদ, হাদিস-২১৯৬; তিরমিজী শরিফ, হাদিস-১১৮৪; রদ্দুল মুহতার ৩/২৩৮)।

 
Electronic Paper