ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অজু ছাড়া নামাজে দাঁড়িয়ে গেলে করণীয় কী?

খোলা কাগজ ডেস্ক
🕐 ১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

পাঠকের প্রশ্নের জবাব দিয়েছেন মুহাম্মাদ ফয়জুল্লাহ, মুতাখাসসিস ফিল ফিকহিল ইসলামী, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম

কখনো এমনটা হতে পারে যে ভুলবশত অজু ছাড়া নামাজে দাঁড়িয়ে গেলেন। অথবা আগের ওয়াক্তে অজু করেছিলেন, মনে হচ্ছিল সেই অজু আছে। কিন্তু নামাজে দাঁড়ানোর পর প্রবল ধারণা হলো যে অজু আসলে নেই।

এমতাবস্থায় করণীয় হচ্ছে, নামাজ ছেড়ে দিয়ে অজু করে এসে পুনরায় নামাজ শুরু করবেন। এমনটা যদি মসজিদের নামাজের জামাতে হয়- অর্থাৎ, জামাতে অংশগ্রহণের পর মনে হলো অজু নেই। তাহলেও একই হুকুম।

নামাজ ছেড়ে দিয়ে অজু করে এসে পুনরায় জামাতে অংশগ্রহণ করবেন। ইমাম সাহেবকে যে অবস্থায় পাবেন, সেখান থেকেই অনুসরণ শুরু করবেন এবং বাকি রাকাত ইমাম সাহেব সালাম ফেরানোর পর মাসবুক হিসেবে আদায় করবেন।

 
Electronic Paper