ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্মরণশক্তি বৃদ্ধির দোয়া ও আমল

আবু সাঈদ যশোর
🕐 ৮:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০

স্মরণশক্তি ও জ্ঞান মহান আল্লাহতায়ালার নিয়ামত। তিনি মানুষকে স্মরণশক্তি ও জ্ঞান দান করেন। কীভাবে মানুষের স্মরণশক্তি ও জ্ঞান বৃদ্ধি পাবে তিনি সে কথা পবিত্র কোরআন ও হাদিসে বলে দিয়েছেন।

রসুল (সা.)-এর কাছে জিব্রিল আলাইহিস সাল্লাম ওহি নিয়ে আসতেন। তিনি জিব্রিল আলাইহিস সাল্লামের সঙ্গে ওহি পড়ার ও মুখস্থ করার চেষ্টা করতেন। যা তাঁর জন্য অনেক কষ্টকর কাজ ছিল। তখন একটি আয়াত নাজিল হয় এবং রসুল (সা.)-এর কষ্ট লাঘব হয়।

দোয়াটি হলো-‘উচ্চারণ- রাব্বি যিদনি ইলমা’

অর্থ- হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন।

পরিশেষে ইমাম শাফিয়ী (রহ.) তার ওস্তাদ ইমাম ওয়াক্বী (রহ.)-এর কাছে আরজ করলেন, আমার স্মরণশক্তি কম। জবাবে ওস্তাদ বললেন, আপনি গুনাহ করা ছেড়ে দিন।

 
Electronic Paper