ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভাড়া দেওয়া সম্পত্তির জাকাত দিতে হবে কি?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২১

পাঠকের প্রশ্নের জবাব দিয়েছেন ড. জাসের আওদা, ইসলামী আইন বিশেষজ্ঞ, ইসলামিক ফিকহ কাউন্সিল, উত্তর আমেরিকা থেকে

প্রশ্ন : আমার একটি দোকান এবং দুটি ফ্ল্যাট আছে। যা আমার পরিবারের খরচ বহনের জন্য ভাড়া দিয়েছি। এ সম্পত্তির জন্য কি আমার জাকাত দিতে হবে?

উত্তর : আপনি জাকাত দেওয়ার মতো অবস্থায় থাকলে এসব সম্পত্তির জন্যও আপনাকে জাকাত দিতে হবে। আপনার ভাড়া থেকে প্রাপ্ত অর্থ যদি এক বছরে জাকাতের নিসাবের সমপরিমাণ হয়, তবে আপনার ওই অর্থ থেকে জাকাত দিতে হবে।

তবে সম্পত্তির জন্য আলাদাভাবে আপনাকে জাকাত দিতে হবে না।

এক বছরে নিসাব পরিমাণ অর্থ থেকে আড়াই শতাংশ হারে আপনাকে জাকাত দিতে হবে। উদাহরণস্বরূপ যদি তা পনেরো হাজার টাকা হয়, তবে পনেরো হাজারের আড়াই শতাংশ হিসেবে আপনার জাকাত হয় ৩৭৫ টাকা।

 
Electronic Paper