ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কেয়ামতে আলেমদের হিসাব নিকাশ কীভাবে হবে?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৪:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

কিছু কিছু মানুষকে বলতে শোনা যায়- কিয়ামতের দিন আল্লাহতায়ালা আলেমদের হিসাব-নিকাশ সবার সামনে নেবেন না। বরং তাদের সম্মানের প্রতি লক্ষ্য রেখে তাদের হিসাব নেবেন পর্দার আড়ালে।

আলেমদের সম্মান বোঝাতে কিছু মানুষ কথাটি বলে থাকেন। কিন্তু এটি একটি মনগড়া কথা; এর কোনো ভিত্তি নেই। কোরআন-হাদিসে এমন কোনো কথা পাওয়া যায় না।

আলেমদের মর্যাদার বিষয়ে এর চেয়ে বড় কথা আর কী হতে পারে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের নবীগণের ওয়ারিশ বলেছেন! এছাড়া আলেমদের মর্যাদার বিষয়ে তো কোরআনের বহু আয়াত ও সহীহ হাদিস রয়েছে, সেগুলোই যথেষ্ট। এ ধরনের মনগড়া কথা বলা সমীচীন নয়।

বিভিন্ন সহীহ হাদিস থেকেও এ কথা বোঝা যায়, আলেমদের হিসাব পর্দার আড়ালে হবে- এ কথা ঠিক নয়। (দ্রষ্টব্য : জামে তিরমিযী, হাদিস-২৩৮২; সহীহ মুসলিম, হাদিস-১৯০৫)।

সুতরাং আমরা এমন কথা বলব না। আলেমদের মর্যাদার বিষয়ে কোরআনের আয়াত এবং বহু সহীহ হাদিস রয়েছে, সেগুলোই বলব, কোনো মনগড়া কথা বলব না।

 
Electronic Paper