ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গাড়িতে বসে নামাজ আদায় করা যাবে?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:২০ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

প্রশ্নটি করেছেন এরশাদুল হক, ফুলবাড়ী, দিনাজপুর থেকে

অনেক সময় দূরের সফরে গাড়ি বা ট্রেনেই নামাজের ওয়াক্ত এসে যায়। এ ক্ষেত্রে যদি নামাজের সময় শেষ হওয়ার আগে গাড়ি থেকে নামার সুযোগ পাওয়া যায় তাহলে গাড়ি থেকে নেমেই নামাজ আদায় করতে হবে। কিন্তু যদি এই সুযোগ না থাকে এবং এমতাবস্থায় নামাজের সময় পেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে গাড়ির মধ্যেই নামাজ আদায় করে নিতে হবে।

এর পদ্ধতি হলো, গাড়ির সিটে বসে কিবলার দিকে মুখ করে সালাত শুরু করার পর ইশারায় রুকু-সেজদা করতে হবে। রুকুর জন্য মাথাটা সামনের দিকে সামান্য ঝোঁকাতে হবে আর সেজদার জন্য তার চেয়ে একটু বেশি ঝোঁকাতে হবে। কিবলার দিকে মুখ করে নামাজ শুরু করার পর গাড়ি অন্য দিকে ঘুরে গেলেও সমস্যা নেই। এতে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গাড়িতে বসে কেউ ইচ্ছে করলে এ পদ্ধতিতে যতখুশি নফল নামাজ আদায় করতে পারে। রসুল (সা.) সফরে চলতি পথে বাহনে বসে নফল নামাজ আদায় করতেন। কিন্তু ফরজ নামাজগুলো বাহন থেকে মাটিতে নেমে আদায় করতেন। তাই যথাসম্ভব ফরজ নামাজগুলো গাড়ি থেকে নেমে পড়ার চেষ্টা করতে হবে। কিন্তু কোনো কারণে নামা সম্ভব না হলে গাড়িতে বসে আদায় করা যাবে ইনশাআল্লাহ।

 
Electronic Paper