ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কোরবানির চামড়ার বিধান

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ০৫, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন আসাদুল ইসলাম, ধামইরহাট, নওগাঁ থেকে।

কোরবানির চামড়া সম্পর্কে রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা কোরবানির পশুর চামড়া দ্বারা উপকৃত হও; তবে বিক্রি করে দিও না।’

এ হাদিস থেকে বোঝা যায়, যে ব্যক্তি কোরবানি করবে, সে কোরবানির চামড়া বা গোশত বিক্রি করে তার মূল্য নিজের কাজেও লাগাতে পারবে না এবং চামড়া ও গোশত দিয়ে কসাইয়ের মজুরিও দিতে পারবে না। ইসলামী শরিয়তের দৃষ্টিতে কোরবানির চামড়া দান করা উত্তম। তবে কোরবানিদাতা যদি চামড়া ব্যবহার করতে চায়, তবে সে তা ব্যবহার করতে পারবে।

তাতে কোনো নিষেধ নেই। আর যদি দান করতে চায় বা বিক্রি করে দেয়, তবে তা গরিব, ইতিম, অসহায়দের দিতে হবে। কোরবানিদাতা নিজে চামড়ার মূল্য খরচ করতে পারবেন না।

 

 
Electronic Paper