ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হজের সুন্নাত কাজ কী কী?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন আবুল হোসেন, রংপুর থেকে।

হজের সুন্নাত

১। মিকাতের বাইরে থেকে আগত ইফরাদ ও কেরান হজ পালনকারীর জন্য তাওয়াফে কুদুম করা।

২। তাওয়াফে কুদুমের পর যদি হজের সাইয়ি করার ইচ্ছা থাকে, তবে তাতে রমল ও ইজতিবা করা।

৩। সাফা-মারোয়ায় সাইয়ির সময় সবুজ দুপিলারের মধ্যবর্তী স্থান পুরুষের জন্য দৌড়ে অতিক্রম করা এবং অবশিষ্ট স্থান হেঁটে চলা।

৪। ৮ জিলহজ বাদ-ফজর মিনার উদ্দেশে রওনা হওয়া এবং তথায় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা।

৫। ৯ জিলহজ সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফার উদ্দেশে রওনা হওয়া। পূর্বের রাতে যাওয়া ও দিবাগত রাতে মুজদালিফায় থাকা।

৬। আরাফা থেকে সূর্যাস্তের পর ধীরস্থিরভাবে মুজদালিফার উদ্দেশে রওনা হওয়া।

৭। ৯ জিলহজ সূর্যাস্তের পর আরাফা থেকে মুজদালিফায় এসে রাতযাপন করা।

৮। আরাফার ময়দানে গোসল করা।

৯। ৮ জিলহজ দিনগত রাতসহ মিনায় অবস্থানের দিনগুলোতে রাতযাপন ও মিনাতে করা।

 
Electronic Paper