ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হজের তালবিয়া

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ০৮, ২০১৯

বিষয়টি জনতে চেয়েছেন সালেহা খাতুন, বড়বাড়ি, লালমনিরহাট থেকে।

বান্দার সঙ্গে আল্লাহর প্রেমের সর্বোচ্চ সেতুবন্ধন হলো হজ। যাদের আর্থিক ও শারীরিক সামর্থ রয়েছে হজ তাদের জন্য ফরজ ইবাদাত। এ ফরজ ইবাদত পালনের উদ্দেশ্যে হাজিদের সর্বপ্রথম কাজ হলো ইহরাম বাঁধা। ইহরাম বাধার পরই এই তালবিয়া তিনবার পাঠ করতে হয়।

হজে গমনেচ্ছুদের সুবিধার্তে বাংলায় উচ্চারণ ও অর্থসহ তালবিয়া তুলে ধরা হলো-

তালবিয়ার উচ্চারণ-
১. লাব্বাইক আল্লা-হুম্মা লাব্বাইক,
২. লাব্বাইক, লা-শারি-কা লাকা লাব্বাইক,
৩. ইন্নাল হামদা ওয়ান্ নিদমাতা লাকা ওয়াল-মুল্ক,
৪. লা শারি-কা লাক।

তালবিয়ার অর্থ :
১. আমি হাজির হে আল্লাহ! আমি উপস্থিত!
২. আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোন অংশীদার নেই।
৩. নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদরাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার।
৪. আপনার কোন অংশীদার নেই।

 

 
Electronic Paper