ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অহংকারমুক্ত হতে পারি কীভাবে?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:৩৫ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৯

প্রশ্নটি করেছেন সৈয়দা তানজিনা সানিয়া, করটিয়া, টাঙ্গাইল থেকে

অহংকার একটি নেতিবাচক বৈশিষ্ট্য। সৃষ্টি জগতের ইতিহাসে আল্লাহর সামনে প্রথম অহংকার প্রদর্শন করেছিল ইবলিশ। আল্লাহ যখন অন্য সব ফেরেশতার সঙ্গে ইবলিশকে আদেশ করলেন, আদম (আ.)-কে সেজদা কর, তখন সে তার শ্রেষ্ঠত্বের মিথ্যা ও তুচ্ছ অহংকারে আদম (আ.)-কে সেজদা করতে অস্বীকার করেছিল।

ফলে আল্লাহ চিরদিনের জন্য ইবলিশকে অভিশপ্ত ও বিতাড়িত করেন। আমরাও কখনো কখনো আল্লাহর দেওয়া নিজের যোগ্যতা ও প্রভাব প্রতিপত্তির কারণে অহংকার করে ফেলি। আল্লাহর তুচ্ছ সৃষ্টি হিসেবে যা কখনই উপযুক্ত হতে পারে না।

অহংকার একটি আত্মার ব্যাধি। এ থেকে মুক্ত হতে হবে কিছু আত্মোপলব্ধি জাগ্রত করার মাধ্যমে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর বর্ণিত, রসুল (সা.) বলেছেন, জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরে অণু পরিমাণ অহংকার রয়েছে।’ (মুসলিম, হাদিস : ১৯৯৯; আবু দাউদ, হাদিস : ৪৯১)।

 
Electronic Paper