ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাজা রোজা আদায়ের নিয়ম

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:০৯ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন আজমল হোসেন। কুষ্টিয়া থেকে।

যেসব কারণে রোজার শুধু কাজা আদায় করতে হয়, সেগুলো হচ্ছে
০১. স্ত্রীকে চুম্বন বা স্পর্শ করার কারণে যদি বীর্যপাত হয়।
০২. ইচ্ছাকৃতভাবে বমি করলে।
০৩. পাথরের কণা, লোহার টুকরা, ফলের বিচি গিলে ফেললে।
০৪. ডুশ সাপোজিটর গ্রহণ করলে।
০৫. নাকে বা কানে ওষুধ দিলে (যদি তা পেটে পৌঁছে)।
০৬. মাথার ক্ষতস্থানে ওষুধ দেওয়ার পর তা যদি মস্তিষ্কে বা পেটে পৌঁছে।
০৭. যোনিপথ ব্যতীত অন্য কোনোভাবে সহবাস করার ফলে বীর্য নির্গত হলে।
০৮. স্ত্রী লোকের যোনিপথে ওষুধ দিলে।

যেসব কারণে কাজা ও কাফফারা উভয়ই আদায় করতে হয়
০১. রোজা অবস্থায় ইচ্ছাকৃত পানাহার করলে।
০২. রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে সহবাস করলে।

নিয়ম : রমজান মাসের পর বৈধ দিবস সমূহের মধ্যে যে কোনো সময় আদায় করা যাবে।

 
Electronic Paper