ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বোনের প্রতি ভাইয়ের অধিকার

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:০৩ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন আতিক হাসান, রংপুর থেকে।

বাবার অপারগতা ও অবর্তমানে বোনের লালন-পালন, উপযুক্ত পাত্র দেখে বিয়ে দেওয়া ভাইয়ের দায়িত্ব। রসুল (সা.) বলেছেন, যার তিনটি মেয়ে রয়েছে অথবা তিনজন বোন রয়েছে কিংবা দুই বোন বা দুই মেয়ে রয়েছে, অতঃপর সে তাদের শিক্ষাদীক্ষার ব্যবস্থা করে, উত্তম পাত্র দেখে বিয়ে দেয় এবং তাদের সঙ্গে সর্বোত্তম ব্যবহার করে। তার জন্য জান্নাত অবধারিত- (তিরমিজি, আবু দাউদ)। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি এতে আনন্দিত হয় যে তার রিজিক প্রশস্ত হবে ও আয়ু বৃদ্ধি পাবে, যে যেন আত্মীয়তা বজায় রাখে- (বোখারি, মুসলিম)।

বোনের উত্তরাধিকার সম্পত্তি গ্রাস করা যাবে না
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, আত্মীয়স্বজনকে তার অধিকার দিয়ে দাও- (সুরা বনি ইসরাইল : ২৬)
রসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি কারও উত্তরাধিকার সম্পত্তি গ্রাস করে, আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন- (মেশকাত শরিফ)।

 

 
Electronic Paper