ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চাকরি লাভের দোয়া

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:৩৪ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন, আহসান হাবিব, পঞ্চগড় থেকে।

হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে বের হলাম, আমার হাত রসুল (সা.)-এর হাত মোবারক দিয়ে ধরা ছিল। তখন রসুল (সা.) জীর্ণশীর্ণ আকৃতির একজন লোকের কাছে আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, হে অমুক! তোমার এ অবস্থা কেন?

লোকটি বলল, অসুখ-বিসুখ ও দরিদ্রতার কারণে আমার এ দশা। রসুল (সা.) বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব, যেগুলো পড়লে তোমার অসুখ-বিসুখ ও দরিদ্রতা দূর হয়ে যাবে?

দোয়াটি ছিল
বাংলা উচ্চারণ : তাওয়াক্কালতু আলাল হাইইল্লাজি লা ইয়ামুতু। আলহামদুলিল্লা হিল্লাজি লাম ইয়াত্তাখিজ ওলাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারিকান ফিল মুলকি। ওয়া লাম ইয়াকুন লাহু ওয়ালিয়ুন মিনাজ জুললি। ওয়াকাববিরহু তাকবিরা।

 
Electronic Paper