ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ধর্মকথা

ভাইয়ের সম্পত্তির কতটুকু পাবে বোন?

তাসনুভা শাহরীন ইভা
🕐 ১০:০৬ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৯

প্রশ্ন : আমার বড় মামা দুই বছর আগে মারা গেছেন। তার স্ত্রী এবং একটি মেয়ে সন্তান আছে। বড় মামার ছোটভাই আছে এবং আমার মা-সহ আরও একজন বোন আছে। এখন মামার রেখে যাওয়া সম্পত্তিতে আমার মা এবং খালা কি কোনো ভাগ পাবে? পেলে কতটুকু বা কয় ভাগ পাবে? প্রশ্নটি করেছেন তাসনুভা শাহরীন ইভা, কমলগঞ্জ, মৌলভীবাজার থেকে

শরিয়তের হুকুম হলো, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সম্পদ থেকে প্রথমে দাফন-কাফন সমাধা করা হবে। অতঃপর অবশিষ্ট সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা হবে। এরপর তার কোনো বৈধ অসিয়ত থাকলে অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে তা পূরণ করা হবে।

এরপর অবশিষ্ট সম্পদ কোরআন সুন্নাহ অনুযায়ী তার ওয়ারিশগণের মাঝে বণ্টন করা হবে। সে মতে তিনটি কাজ বাস্তবায়নের পর আপনার মামার অবশিষ্ট সমুদয় স্থাবর-অস্থাবর সম্পত্তি নিম্নোক্তভাবে বণ্টন করা-আপনার মামার মেয়ে পাবেন অর্ধেক সম্পত্তি অর্থাৎ বত্রিশ ভাগের ষোল ভাগ। আপনার মামি পাবেন বত্রিশ ভাগের চার ভাগ। আর আপনার মামা পাবেন ছয় ভাগ। আপনার মা এবং খালা প্রত্যেকে তিন ভাগ করে পাবেন।

 
Electronic Paper