ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মসজিদে দুনিয়াবি চিন্তা করা জায়েজ?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৫:২২ অপরাহ্ণ, জুন ২০, ২০১৯

প্রশ্নটি করেছেন রবিউল হোসেন, সাতক্ষীরা থেকে
বৈধ কথা বলা জায়েজ
ইসলামের পরিভাষায় ‘মসজিদে দুনিয়াবি কথা হারাম’ বাক্যটি এভাবে ব্যাপক অর্থে বলা ঠিক নয়। নামাজ বা ইবাদতের উদ্দেশ্যে মসজিদে প্রবেশের পর অন্যের ইবাদতে ব্যাঘাত না ঘটলে প্রয়োজনে দুনিয়াবি বৈধ কথাবার্তা বলা জায়েজ আছে।

 

ইবাদতকেই প্রাধান্য দিতে হবে
স্মরণ রাখতে হবে, মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের স্থান। এর প্রতিষ্ঠাই হয়েছে ইবাদতের উদ্দেশ্যে। সুতরাং মসজিদে অপ্রয়োজনীয় কথাবার্তা ও কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। প্রকাশ থাকে, দুনিয়াবি কোনো কাজকর্ম বা কথাবার্তাকে উদ্দেশ্য করে মসজিদে গমন করা কিংবা মসজিদে এর আয়োজন করা নাজায়েজ।

সূত্র : সহিহ বুখারি, হাদিস-৪৫৭; উমদাতুল কারি-৪/২২৯; আলবাহরুর রায়েক ২/৩৬; রদ্দুল মুহতার-১/৬৬২।

 
Electronic Paper