ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পশুপাখির অধিকারগুলো কী কী?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৫৫ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯

প্রশ্নটি করেছেন রাজীব হোসেন, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে

পশুপাখিরাও ইবাদত করে কি?
মহান আল্লাহতায়ালার সৃষ্টি প্রতিটি প্রাণেরই অধিকার রয়েছে। এ অধিকার বিনষ্ট করা মানবীয় শ্রেষ্ঠত্বের পরিপন্থী। ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য অগণিত পশুপাখি আল্লাহর সৃষ্টি, তা মানুষের উপকারের জন্যই। ওরাও আল্লাহর ইবাদত করে।

পশুপাখির প্রাপ্য অধিকার কী?
পশুপাখির সাধ্যের অতীত কোনো কাজ তাদের থেকে আদায় না করা। যতটুকু উপকার তারা করতে পারবে, ঠিক ততটুকুই তাদের কাছ থেকে গ্রহণ করতে হবে।

একাধিক পশুপাখি এমনকি একই জাতির অধিক পশুপাখি একত্রে না রাখা, যাতে তারা একজন-আরেকজনকে আহত করতে না পারে।

গোশতের জন্য পশুপাখিকে সঠিক নিয়মানুযায়ী, জবাই করা এবং সম্পূর্ণ মৃত হওয়ার আগে তাদের চামড়া না ছাড়ানো ও হাড়-গোশত না কাটা।

পশুপাখির ছানার সামনে তাদের জবাই না করা।

বসবাসের জায়গাকে আরামদায়ক করা।

প্রজননের মৌসুমে পুরুষ ও স্ত্রী প্রাণীকে একত্রে রাখা।

খাদ্যের জন্য গৃহীত পশুপাখির গোশত অপচয় না করা।

এমন কিছু দিয়ে তাদের আঘাত না করা, যাতে তাদের চামড়া উঠে যাওয়া, হাড় ভেঙে যায়।

 
Electronic Paper