ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বান্দার হক সম্পর্কে হাদিস

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:২৬ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন আশরাফ আলী, পোরশা, নওগাঁ থেকে।

বান্দার হকের গুরুত্ব সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যার জবান (কথা) ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর মুহাজির সেই ব্যক্তি, আল্লাহ যা নিষেধ করেছেন তা সে পরিত্যাগ করে। (সহিহ বুখারি-৬৪৮৪)

বিদায় হজের শেষ ভাষণে রাসুল (সা.) বলেন, নিশ্চয়ই তোমাদের পরস্পরের রক্ত, সম্পদ ও সম্মান পরস্পরের জন্য হারাম। (সহিহ বুখারি, মুসলিম)

অন্যত্র রাসুল (সা.) আবার বলেন, একজন মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার মুসলিম ভাইকে হেয় মনে করে। এক মুসলিমের রক্ত, সম্পদ ও মান-সম্মান অন্য মুসলিমের জন্য হারাম। (সহিহ মুসলিম-৬৪৩৫)

 

 
Electronic Paper