ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাহরির ফজিলত

খোলা কাগজ ডেস্ক
🕐 ১:২১ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন মালেক হোসেন, জয়পুরহাট থেকে।

ইসলামী শরিয়তের পরিভাষায় রোজাদার ব্যক্তি রোজা রাখার উদ্দেশ্যে রাতের শেষভাগে সুবহে সাদিকের আগে যে খাবার গ্রহণ করে তাকে সাহরি বলা হয়। সাহরি খাওয়া সুন্নত।

বিশেষ করে রোজাদার রোজা রাখার উদ্দেশে রাতের শেষাংশে ঘুম থেকে জেগে খাবার গ্রহণ করা আল্লাহর বিধান পালনে বিশেষ তৎপরতা এবং আল্লাহর বিধানের সামনে নিজের আরাম আয়েশকে কোরবানি করার শামিল।

এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে অত্যন্ত ভালোবাসেন। তাই পেটে ক্ষুধা থাকুক বা না থাকুক সাহরি বর্জন করা মোটেও উচিত নয়।

হজরত আমর ইবনুল আস থেকে বর্ণিত অপর এক হাদিসে রসুলুল্লাহ (সা.) বলেছেন, আমাদের রোজা ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো, সাহরি খাওয় (সহিহ মুসলিম)।

 
Electronic Paper