ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাদকাতুল ফিতর কাদের দিবেন

খোলা কাগজ ডেস্ক
🕐 ১০:২০ পূর্বাহ্ণ, মে ১৭, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন আবুল হোসেন, শেরপুর, বগুড়া থেকে।

সদকা অর্থ দান, ফিতর মানে রোজা সমাপন। সদকাতুল ফিতর অর্থ হলো, রোজা শেষে ঈদুল ফিতরের দিন সকাল বেলায় শুকরিয়া ও আনন্দস্বরূপ যে নির্ধারিত সদকা আদায় করা হয়। এর দ্বারা রোজার ত্রুটি-বিচ্যুতি মার্জনা হয়। গরিব মানুষ ঈদের আনন্দে শামিল হতে পারে। এই সদকা ঈদের নামাজের আগেই আদায় করতে হয়। সময়সুযোগ না পেলে পরে হলেও আদায় করতে হবে।

ঈদের দিন সকাল বেলায় যিনি সাহেবে নিসাব থাকবেন, তার নিজের ও পরিবারের সদস্যদের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব। ছোট-বড় সবারই ফিতরা দিতে হবে। যারা সাহিবে নিসাব নন, তাদের জন্যও ফিতরা আদায় করা সুন্নত ও নফল ইবাদত। অসহায় গরিব, ফকির, মিসকিন যারা জাকাত পাওয়ার যোগ্য, তারাই ফিতরার হকদার।

 
Electronic Paper