ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শবেবরাতের আমল

খোলা কাগজ ডেস্ক
🕐 ১২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন আসওয়াদ আল মুরাদ, যাত্রাবাড়ী, ঢাকা থেকে

শবেবরাতের আমল
শবেবরাত একটি ফজিলতপূর্ণ রাত। তবে শবেবরাতের জন্য নির্দিষ্ট কোনো আমল ইসলামী শরিয়ত বিধিবদ্ধ করেনি। এ রাতে যে আমলই করা হোক না কেন তার মর্যাদা নফল।

সুতরাং নফল যে কোনো আমলই এ রাতে করা যেতে পারে। যেমন নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, সাদাকাহ, কবর জিয়ারত ইত্যাদি। কেউ কেউ শবেবরাতে বিশেষ কোনো সূরা দিয়ে নির্দিষ্ট সংখ্যক রাকাত নফল নামাজ পড়ার বিষয়ে বলে থাকেন। তবে যে কোনো সূরা দিয়ে নফল নামাজ আদায় করলেই হবে।

আর দিনের বেলাতে অর্থাৎ ১৫ শাবানের দিনে নফল রোজা রাখার বিষয়টি হজরত আলী (রা.) বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত এবং এ রোজার সওয়াবও অনেক বেশি।

বিশেষ করে শবেবরাতে মহান আল্লাহর দরবারে ইস্তেগফার ও মোনাজাত করতে হবে একনিষ্ঠভাবে।

 

 
Electronic Paper