ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রোজা ভঙ্গের কারণ

খোলা কাগজ ডেস্ক
🕐 ১০:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন নুসরাত নওরীন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে।

কিছু রোজা-বিনষ্টকারী বিষয় রয়েছে যেগুলো শরীর থেকে কোনো কিছু নির্গত হওয়ার সঙ্গে সম্পৃক্ত। যেমন- সহবাস, ইচ্ছাকৃত বমি করা, হায়েজ ও শিঙ্গা লাগানো। শরীর থেকে এগুলো নির্গত হওয়ার কারণে শরীর দুর্বল হয়। এ কারণে আল্লাহতায়ালা এগুলোকে রোজা ভঙ্গকারী বিষয় হিসেবে নির্ধারণ করেছেন।

আর কিছু রোজা-বিনষ্টকারী বিষয় আছে যেগুলো শরীরে প্রবেশ করানোর সঙ্গে সম্পৃক্ত। যেমন- পানাহার

আল্লাহতায়ালা বলেন, ‘এখন তোমরা নিজ স্ত্রীদের সঙ্গে সহবাস কর এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন তা (সন্তান) তালাশ কর। আর পানাহার কর যতক্ষণ না কালো সুতা থেকে ভোরের শুভ্র সুতা পরিষ্কার ফুটে উঠে...(সূরা বাকারা, আয়াত : ১৮৭)

সুতরাং বলা যায় রোজা নষ্টকারী বিষয় ৭টি
০১. সহবাস
০২. হস্তমৈথুন
০৩. পানাহার
০৪. যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত
০৫. শিঙ্গা লাগানো কিংবা এ জাতীয় অন্য কোনো কারণে রক্ত বের করা
০৬. ইচ্ছাকৃতভাবে বমি করা
০৭. মহিলাদের হায়েজ ও নিফাসের রক্ত বের হওয়া

 
Electronic Paper