ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অপরের সম্পত্তি জোর করে দখলের শাস্তি

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯

প্রশ্নটি করেছেন আসাদুর রহমান, কালাই, জয়পুরহাট থেকে

জবরদখল করা ইসলামী আইন নিষিদ্ধ। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘জালিমদের কর্মকা- সম্পর্কে আল্লাহকে উদাসীন মনে করো না। আল্লাহ তাদের শুধু একটি নির্দিষ্ট দিন পর্যন্ত বিলম্বিত করেন, যে দিন চক্ষুগুলো বিস্ফোরিত হবে, তারা মাথা নিচু করে দৌড়াতে থাকবে, তাদের চোখ তাদের নিজেদের দিকে ফিরবে না এবং তাদের হৃদয়গুলো দিশেহারা হয়ে যাবে।

মানুষকে আজাব সমাগত হওয়ার দিন সম্পর্কে সাবধান করে দাও। সেদিন জুলুমবাজরা বলবে, হে আমাদের প্রভু! অল্প কিছুদিন আমাদের সময় দিন তাহলে আমরা আপনার দাওয়াত কবুল করব এবং রসুলদের অনুসরণ করব। তোমরা কী ইতিপূর্বে কসম খেয়ে বলতে না যে, তোমাদের পতন নেই।

যারা নিজেদের ওপর জুলুম করেছে, তোমরা তো তাদের বাসস্থানেই বাস করেছো এবং সেসব জালেমের সঙ্গে আমি কেমন আচরণ করেছি, তা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। উপরন্তু আমি তোমাদের জন্য বহু উদাহরণ দিয়েছি’ (সুরা ইবরাহিম ৪১-৪৫)।

রসুল (সা.) বলেন : ‘যে ব্যক্তি এক বিঘা পরিমাণও অন্যের জমি জবরদখল করবে, কিয়ামতের দিন তার ঘাড়ে সাতটি পৃথিবী চাপিয়ে দেওয়া হবে।’

 

 
Electronic Paper