ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্যভিচারী পুরুষের বিবাহের বিধান

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

জানতে চেয়েছেন মোতাহের হোসেন শাকিল, শৈলকুপা, ঝিনাইদহ থেকে

ব্যভিচারী পুরুষ পবিত্র নারীকে বিবাহ করতে পারবে। বিবাহে কোনো সমস্যা হবে না। আর একনিষ্ঠভাবে তওবা করলে আল্লাহতায়ালা তা কবুল করবেন ইনশাআল্লাহ। সূরা আন-নূরের ৩ নম্বর আয়াত হলো- ব্যভিচারী কেবল ব্যভিচারিণী বা মুশরিক নারীকেই বিবাহ করে। ব্যভিচারিণীকে বিবাহ করে কেবল সেই পুরুষ যে নিজে ব্যভিচারকারী বা মুশরিক। মুমিনদের জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে। (সূরা আন-নূর, আয়াত-৩)।

আয়াতের ব্যাখ্যা : যে ব্যক্তি ব্যভিচার করতে অভ্যস্ত এবং এ কারণে সে মোটেই লজ্জিত নয় আর না তাওবা করার কোনো গুরুত্ববোধ করে, তার অভিরুচি হয় কেবল ব্যভিচারিণী নারীতেই। কাজেই প্রথমত সে বিবাহ নয়, বরং ব্যভিচারেরই ধান্ধায় থাকে। অগত্যা যদি বিবাহ করতেই হয়, তবে এমন কোনো নারীকে খুঁজে নেয়, যে তার মতোই একজন ব্যভিচারিণী, হোক না সে মুশরিক। এমনিভাবে যে নারী ব্যভিচারে অভ্যস্ত, তারও অভিরুচি হয় কেবল ব্যভিচারী পুরুষে। তাই তাকে বিবাহও করে এমন কোনো ব্যক্তি যার নিজেরও ব্যভিচারের অভ্যাস আছে। তার স্ত্রী একজন দাসী ব্যভিচারিণী- এ কারণে সে কোনো গ্লানিবোধ করে না। সে নারী নিজেও ওই রকম পুরুষই পছন্দ করে, হোক না সে পুরুষটি মুশরিক।

 
Electronic Paper