ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হজের অবশ্য পালনীয় কাজ

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৯

জানতে চেয়েছেন আমিনুল ইসলাম, জয়পুরহাট থেকে।

হজ ইসলামের চতুর্থ স্তম্ভ। সামর্থ্যবান মুসলমানের জন্য পবিত্র হজ পালন করা ফরজ। হজের কিছু অবশ্য পালনীয় বিষয় রয়েছে। হজের ফরজগুলো নিম্নরূপ।

হজের ফরজ মোট তিনটি

১. এহরাম বাধা : হজ ও ওমরাহ পালনের নিয়তে যারা মক্কার উদ্দেশে গমন করেন, তাদের মিকাত অতিক্রম করার আগে এহরামের কাপড় পরে নিতে হবে। এহরাম না পরে মিকাত অতিক্রম করা তাদের জন্য জায়েজ নয়।

২. উকুফে আরাফাহ অর্থাৎ আরাফাতের ময়দানে অবস্থান করা : জিলহজ মাসের ৯ তারিখ সূর্য হেলে পড়ার পর থেকে ১০ তারিখ সুবহে সাদিকের আগ পর্যন্ত যে কোনো সময় আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। উল্লিখিত সময়ের মধ্যে সামান্য সময়ও আরাফাতের ময়দানে অবস্থান করলে হজের ফরজ আদায় হয়ে যাবে।

৩. হজের তৃতীয় ও শেষ ফরজ তাওয়াফে জিয়ারাহ করা : আরাফাতে অবস্থানের পরে কাবা শরিফে তাওয়াফ করা। এ তাওয়াফকে তাওয়াফে ইফাজাহও বলা হয়। হজের ফরজগুলোর মধ্য থেকে কোনোটা ছুটে গেলে হজ হবে না, পরবর্তীতে হজ আদায় করতে হবে।

 
Electronic Paper