ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অশ্লীলতার কুফল

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:২০ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০১৯

প্রশ্নটি জানতে চেয়েছেন ইকবাল হোসেন, সাতক্ষীরা থেকে।

আমাদের সমাজে অশ্লীলতা ও বেহায়াপনা মহামারী আকার ধারণ করেছে। বিশেষ করে আমাদের বর্তমান যুবসমাজ অশ্লীলতার ভয়াল থাবায় আক্রান্ত। খুব তুচ্ছ কারণে তারা পরস্পরকে অশ্লীল গালাগাল করছে। টিভি, কম্পিউটার ও মোবাইল ফোনে অশ্লীল সিনেমা ও অশ্লীল ছবি দেখছে।

আল্লাহতায়ালা সব ধরনের প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীলতা নিষিদ্ধ ঘোষণা করে এরশাদ করেন, আপনি বলে দিন, আমার পালনকর্তা প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল বিষয়গুলো হারাম করেছেন এবং আরও হারাম করেছেন গোনাহ, অন্যায়-অত্যাচার আল্লাহর সঙ্গে এমন বস্তুকে অংশীদার করা, তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা, যা তোমরা জান না।’ (সুরা আরাফ : ৩৩)।

অশ্লীলতার ফলে লোকজন তাদের চারিত্রিক সৌন্দর্য হারিয়ে ফেলে। তাদের মধ্যে চারিত্রিক কদর্যতা বৃদ্ধি পায়।

এ বিষয়টি রসুল (সা.) একটি হাদিসে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। হজরত আনাস (রা.) বলেন, রসল (সা.) বলেছেন নির্লজ্জতা ও অশ্লীলতা কোনো বস্তুর শুধু কদর্যতাই বাড়িয়ে দেয়। আর লজ্জা কোনো জিনিসের সৌন্দর্য বাড়িয়ে দেয়। (জামে আত-তিরমিজি : ১৯৭৪)

 

 

 
Electronic Paper