ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মুনাফিকের পরিচয় ও পরিণাম

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:২৫ পূর্বাহ্ণ, মার্চ ০৫, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন মো : ইদ্রিস আলী, শেখপাড়া, শৈলকূপা, ঝিনাইদহ।

মুনাফিকের পরিচয়
মুনাফিকের পরিচয় সম্পর্কে আল্লাহ বলেন, ‘তারা যখন ইমানদার লোকদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি। কিন্তু যখন নির্জনে তারা তাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে, আসলে আমরা তোমাদের সঙ্গেই আছি, আর আমরা তাদের সঙ্গে ঠাট্টাই করি মাত্র। (সুরা বাকারাহ : আয়াত ১৪)

মুনাফিকের বৈশিষ্ট্য
মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে হজরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, চারটি স্বভাব যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক।

০১. তার কাছে কোনো আমানত রাখলে খিয়ানত করে
০২. সে কথা বললে মিথ্যা বলে
০৩. ওয়াদা করলে ভঙ্গ করে
০৪. ঝগড়া করলে গাল-মন্দ করে

মুনাফিকির পরিণাম
মুনাফিকির পরিণাম সম্পর্কে আল্লাহতায়ালা বলেন, ‘হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করুন। আর তাদের পরিণতির হচ্ছে জাহান্নাম এবং তা অত্যন্ত নিকৃষ্ট স্থান।’ (সুরা তাওবাহ : আয়াত ৭৩)

 

 
Electronic Paper