ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নামাজে জানাজা পড়ার নিয়ম

খোলা কাগজ ডেস্ক
🕐 ১০:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯

জানতে চেয়েছেন আতিয়ার রহমান, পাবনা থেকে।

জানাজার নামাজ পড়া ফরজ। তবে সবাইকে এ নামাজে অংশগ্রহণ করতে হবে এমন বাধ্যবাধকতা না থাকলেও প্রতিবেশীদের জানাজায় অংশ নেওয়া ঐচ্ছিক ফরজ (ফরজে কিফায়া)। এ নামাজে যেমন সবার অংশগ্রহণ বাধ্যতামূলক নয়, আবার কেউ অংশগ্রহণ না করলে সবাই গুনাহগার হবেন।

জানাজা নামাজের নিয়ম নিম্নে তুলে ধরা হলো
০১. প্রথমত মৃত ব্যক্তিকে কিবলার দিকে সম্মুখে রেখে ইমাম ও মুসল্লিদের দাঁড়াতে হবে।
০২. মুসল্লিরা নামাজের অজুর মতো অজু করে ইমামের পেছনে কিবলামুখী হয়ে দাঁড়াবে।
০৩. মৃত ব্যক্তি পুরুষ হলে ইমাম তার মাথার পাশে দাঁড়ানো। আর মহিলা হলে কফিনের মাঝ বরাবর দাঁড়াতে হবে। মৃত ব্যক্তির মাঝ বরাবর দাঁড়ানোতে কোনো দোষ নেই।
০৪. জানাজার নিয়ত করে চার তাকবিরের সহিত নামাজ আদায় করতে হবে।
০৫. কাঁধ বা কানের লতি পর্যন্ত দুই হাত উত্তোলন করে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতে হবে।
০৬. অন্য নামাজের মতো ডান হাত বাম হাতের ওপর রাখতে হবে।
০৭. ছানা পড়তে হবে
০৮. দ্বিতীয় তাকবিরের পর দরুদে ইবরাহিম পড়তে হবে।
০৯. তৃতীয় তাকবির দিয়ে ইখলাসের সঙ্গে হাদিসে বর্ণিত দোয়াগুলোর মাধ্যমে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে।
১০. চতুর্থ তাকবির দিয়ে যথাক্রমে ডানে ও বামে সালাম ফিরানোর মাধ্যমে জানাজার নামাজ শেষ করতে হবে।


 
Electronic Paper