ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জিকিরের উপকারিতা

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন ইসমাইল হোসেন, রায়পুর, লক্ষ্মীপুর থেকে। 

কোরআনে কারিম এবং হাদিস শরিফে জিকির ও জিকিরকারীদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহতাআলা কোরআনে ইরশাদ করেছেন, ‘আল্লাহর জিকিরই সবচেয়ে বড়।’ (সুরা আনকাবুত-৪৫)।

আল্লাহ অন্যত্র ইরশাদ করেছেন, ‘নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী...বেশি বেশি আল্লাহর জিকিরকারী পুরুষ এবং নারী এদের জন্য আল্লাহ মাগফিরাত এবং বিরাট প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। (সুরা আহযাব-৩৫)।

হজরত আবুদ দারদা (রা.) থেকে বর্ণিত- রাসুলুল্লাল্লাহ (সা.) বলেন, ‘আমি কি তোমাদের সবচেয়ে উত্তম, তোমাদের রবের নিকট সবচেয়ে প্রিয়, তোমাদের মর্যাদা সবচেয়ে বেশি উন্নতকারী, স্বর্ণ রৌপ্য আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও বেশি উত্তম এবং শত্রুর মুখোমুখি হয়ে শত্রুকে হত্যা করা এবং শত্রুর হাতে তোমাদের শহীদ হওয়ার চেয়েও বেশি উত্তম আমলের কথা বলব?’

সাহাবিরা বললেন, ‘অবশ্যই ইয়া রাসুলাল্লাহ!’ তখন তিনি বললেন, ‘তা হচ্ছে আল্লাহতায়ালার জিকির।’ (জামে তিরমিযী, হাদিস-৩৩৭৭)।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বললেন, মুফাররিদরা অগ্রগামী হয়ে যাচ্ছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মুফাররিদ কারা ইয়া রাসুলুল্লাহ! তখন তিনি বললেন, বেশি বেশি আল্লাহর জিকিরকারী পুরুষ এবং নারী। (সহীহ মুসলিম, হাদিস-১৮৯১)।

 
Electronic Paper