ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কেমন হবে হাশরের ময়দান

খোলা কাগজ ডেস্ক
🕐 ৭:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন আরিফুল ইসলাম ফোটন, কুষ্টিয়া থেকে।

কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পর আল্লাহতায়ালা সব মখলুকের পুনরুত্থান করবেন। অতঃপর ফয়সালার জন্য জুতা-স্যান্ডেল ছাড়া, খালি শরীরে, খাৎনাবিহীন অবস্থায় হাশরের ময়দানে একত্র করবেন। সেদিন সূর্য এত সন্নিকটে হবে, সত্তর হাত গভীর ঘামের (সাগর) হবে।

হজরত মেকদাদ ইবনে আসওয়াদ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহকে (সা.) বলতে শুনেছি, ‘কিয়ামতের দিন সূর্য মানুষের সন্নিকটে আসবে, এমনকি এক মাইল পরিমাণ দূরে হবে। তখন মানুষ তাদের আমল অনুসারে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ঘাম কারও গোড়ালি পর্যন্ত হবে, কারও হাঁটু পর্যন্ত হবে, আবার কারও কোমর পর্যন্ত হবে এবং ঘাম কারও মুখের লাগাম হয়ে যাবে। (মুসলিম)

অপর এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহতায়ালা রোজ কিয়ামতে জমিনকে হাতের মুঠোয় নেবেন এবং আসমানকে তার ডান হাতে গুটিয়ে নেবেন। অতঃপর বলবেন, ‘আমিই একমাত্র বাদশাহ; কোথায় জমিনের বাদশাহরা (আজ) কোথায়? (বুখারি ও মুসলিম)

আল্লাহতায়ালা মুসলিম উম্মাহকে হাশরের ময়দানের এ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে তার বিধান যথাযথ পালন করার তাওফিক দান করুন। আমিন।

 

 
Electronic Paper