ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অবসরের কাজ

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

জানতে চেয়েছেন মোকাব্বিরা খাতুন, হোসেনপুর, কিশোরগঞ্জ থেকে। 

অবসর সময়ে আমরা বিভিন্নভাবে আল্লাহতায়ালার দেওয়া হায়াতের অনেক গুরুত্বপূর্ণ সময়ের অপচয় করি। যদি আমরা একটু সচেতন থাকি, তবে এ সময়ে আখেরাতের জন্য খুব ভালো একটা প্রস্তুতি নেওয়া যায়।

অবসর সময়ে অনেক কিছুই করা যায়। অবসর সময়গুলো কখন?

আমরা অনেক সময় গাড়ি/বিমান/জাহাজ ইত্যাদি যানবাহনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করি। এ সময় আমদের তেমন কোনো কাজ থাকে না।

কোচিং/ক্লাসে গিয়ে দেখতে পেলেন, স্যার তখনো ক্লাসে আসেনি। এসময় বন্ধুদের সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলবেন কেন?
আমরা ইন্টারনেটের পেছনে কত সময় ব্যয় করি, কখনো হিসাব করে দেখেছি? হয়তো অনেক সময় ব্যয় করছি যার কোনো প্রয়োজন ছিল না।

যখন অনেক বন্ধু একত্রিত হয়, তখন অনর্থক গল্প করে জীবনের কত সময় পার করে তার কি কোনো হিসাব আছে?

ক্রিকেট/ফুটবল খেলা দেখে বা খেলে আমরা কত সময় নষ্ট করেছি বা করছি। বলছি না খেলা যাবে না। কিন্তু এক খেলার পেছনেই অবসরের সময়গুলো শেষ করে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত?

বন্ধুদের সঙ্গে অযথা আলাপচারিতায় কত সময় নষ্ট হচ্ছে... ইত্যাদি।

উল্লিখিত পয়েন্টগুলো চিন্তা করলেই দেখতে পাব আমাদের হায়াতের কত সময় অপচয় করে ফেলছি!

 
Electronic Paper