ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কোন দোয়া বা সূরা পড়লে রোগ নিরাময় হয়?

খোলা কাগজ ডেস্ক
🕐 ১১:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯

প্রশ্নটি জানতে চেয়েছেন আব্দুল বাকি, পুঁঠিয়া, রাজশাহী থেকে

উত্তর : আল্লাহর তিনটি রহমতের মধ্য একটি সুস্থতা। সুস্থতা মহান আল্লাহতায়ালার নেয়ামত। এজন্য প্রত্যেকের উচিত নিজের শারীরিক সুস্থতার জন্য আল্লাহতায়ালার শুকরিয়া আদায় করা।

তবে রসুল (সা.) অনেক দোয়ার কথা উল্লেখ করেছেন। ‘ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফিনি’ এটা পড়তে পারেন। তবে সুনির্দিষ্ট কোনো সূরার কথা রসুল (সা.) হাদিসে বলে যাননি যে, এই সূরা পড়লে রোগ নিরাময় হবে। কোরআনে কারিম তেলাওয়াত করুন, তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করুন, দেখবেন যে আল্লাহ সুবাহানাহুতায়ালা রোগ নিরাময়ের ব্যবস্থা করে দেবেন।

হাদিসে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি এমন কোনো রুগ্ন মানুষের সাক্ষাৎ করবে, যার এখন মরার সময় উপস্থিত হয়নি এবং তার কাছে সাতবার এই দোয়াটি বলবে, ‘আসআলুল্লাহাল আজিম, রাব্বাল আরশিল আজিম, আঁই য়্যাশিফয়াক’ (অর্থাৎ আমি সুমহান আল্লাহ, মহাআরশের প্রভুর কাছে তোমার আরোগ্য প্রার্থনা করছি), আল্লাহ তাকে সে রোগ থেকে মুক্তি দান করবেন।’ (আবু দাউদ)

 
Electronic Paper