ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য কী?

খোলা কাগজ ডেস্ক
🕐 ১০:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

প্রশ্নটি করেছেন রাশিদুল ইসলাম, শ্রীপুর, গাজীপুর থেকে।

দাম্পত্য জীবন সুখী ও সুন্দর করতে স্বামী এবং স্ত্রী উভয়ের রয়েছে কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক। তাই উভয়েরই রয়েছে উভয়ের প্রতি বিশেষ দায়িত্ব। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘তারা তোমাদের আবরণ এবং তোমরা তাদের আবরণ’ (সুরা বাকারা-১৮৭)।

আল্লাহতায়ালা বলেন, ‘পুরুষগণ নারীদের প্রতি দায়িত্বশীল, যেহেতু আল্লাহ একের ওপর অন্যকে প্রাধান্য দিয়েছেন এবং তারা তাদের সম্পদ থেকে ব্যয়ও করে’ (সুরা নিসা-৩৪)।

স্বামীর প্রতি স্ত্রীর অবশ্যপালনীয় তিনটি মৌলিক চাহিদা রয়েছে। মৌলিক চাহিদার প্রথমটি হলো খাদ্য। স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রীর উপযুক্ত প্রয়োজনমতো খাদ্য যথাসময়ে নিয়মিত স্ত্রীকে দিতে হবে।

মৌলিক চাহিদার দ্বিতীয়টি হলো পোশাক। স্বামী স্ত্রীকে স্বীয় সামর্থ্য অনুসারে স্ত্রীর প্রয়োজনমতো তার যোগ্য পোশাক দেবেন।

স্ত্রীর মৌলিক অধিকারের তৃতীয়টি হলো নিরাপদ বাসস্থান বা নিরাপদ আবাসন। অর্থাৎ, স্বামী স্ত্রীকে থাকার জন্য এমন একটি ঘর বা কক্ষ দেবেন, যে ঘর বা কক্ষে স্ত্রীর অনুমতি ছাড়া কেউই প্রবেশ করতে পারবেন না।

 
Electronic Paper