ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মোহর পরিশোধ করার বিধান কী?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৩:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ০৯, ২০১৯

প্রশ্নটি জানতে চেয়েছেন খাদিজা খাতুন, বগুড়া থেকে।

মোহর যদিও একটি মধুর লেনদেন এবং ওইভাবেই তা আদায় করা উচিত। তবে তা নিছক উপহার নয়, ইচ্ছা হলে দেওয়া যায়, ইচ্ছে হলে বিরত থাকা যায়। বরং তা হলো স্ত্রীর প্রাপ্য অধিকার। স্ত্রী যেমন প্রীতি ও ভালোবাসার সঙ্গে নিজেকে অর্পণ করেছে, স্বামীরও কর্তব্য সম্মান ও মর্যাদার সঙ্গে তার মোহর আদায় করা।

এ প্রসঙ্গে মহান আল্লাহপাক পবিত্র কোরআনে বলেন, ‘উল্লিখিত (অবৈধ) নারীরা ব্যতীত অন্য নারীদের তোমাদের জন্য বৈধ করা হয়েছে, তাদের স্বীয় স্বার্থের বিনিময়ে তলব করবে বিবাহ-বন্ধনে আবদ্ধ করার জন্য, ব্যভিচারের জন্য নয়। তাদের মধ্যে যাদের তোমরা উপভোগ কর, তাদের নির্ধারিত মোহর অর্পণ করবে’ (সূরা নিসা : ২৪)।

স্ত্রীর মোহর ফাঁকি দেওয়া অতি হীন কাজ। যে স্বামীর মনে স্ত্রীর মোহর আদায়ের ইচ্ছাটুকুও নেই হাদিস শরিফে তাকে বলা হয়েছে ‘ব্যভিচারী’ (মাজমাউজ জাওয়াইদ ৪/৫২২)।

তবে অনেক বড় অঙ্কের মোহর ধার্য করা যেমন শরিয়তে কাম্য নয়, তেমনি তা একেবারে তুচ্ছ ও সামান্য হওয়াও উচিত নয়।

 
Electronic Paper