ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বালা মসিবত থেকে মুক্তি পাওয়ার দোয়া

খোলা কাগজ ডেস্ক
🕐 ৩:২২ অপরাহ্ণ, জানুয়ারি ০৮, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন রেহেনা ইমি, কাফরুল, ঢাকা থেকে

বালা-মুসিবত থেকে রক্ষাকারী একমাত্র মহান আল্লাহতায়ালা। তবে নিজে থেকেই কিছু বালা-মুসিবত থেকে দূরে থাকা যায়।

 

সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজতের দোয়া : হজরত উসমান (রা.) থেকে বর্ণিত, হজরত মুহম্মদ (সা.) বলেছেন, ‘প্রত্যহ সকাল ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করলে কেউ তার ক্ষতি করতে পারবে না।’ দোয়া : বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মায়াসমিহি শাইয়ুন ফিল আরদি, ওয়ালা ফিস-সামায়ি ওয়া হুয়াস সামিউল আলীম।

কোনো সম্প্রদায় থেকে ক্ষতির আশংকা হলে দোয়া : হজরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) যখন কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করতেন তখন বলতেন, ‘আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহীম, ওয়া নাউজুবিকা মিন শুরুরিহীম’।

বিপদ হতে রক্ষা পাওয়ার দোয়া : হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বিপদের সময় এই দোয়াটি পাঠ করতেন ‘লা ইলাহা ইল্লাল্লাহুল হালীমুল হাকীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি-ওয়া রাব্বুল আরশিল কারিম।’

 
Electronic Paper