ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ধর্মকথা

কোরআন ও হাদিসের আলোকে মিথ্যা বলার পরিণাম জানতে চাই?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৩:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ০৭, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন নুসরাত আঁখি, মিরপুর, ঢাকা থেকে।

 

ইসলাম আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা হচ্ছে আদদিনুল হক সত্যদীন, আসসিরাতুল মুস্তাকিম সহজ-সরল পথ। অসত্য, অন্যায়, অকল্যাণ ও মিথ্যাকে বিনাশ করে সত্য। ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করার জন্যই এই সত্য দীন আল-ইসলাম।

ইসলামে অমূলক মিথ্যা কিংবা বানোয়াট কোনো কিছুর জায়গা নেই। মিথার পরিণাম সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, ‘কোরআন মানুষের দিশারী, সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং সত্যাসত্যের পার্থক্যকারী।’

আল্লাহতায়ালা আরও ইরশাদ করেন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত কর না এবং জেনেশুনে সত্য গোপন কর না (সূরা বাকারা-৪২)। মিথ্যার পরিণাম হাদিসে বর্ণিত হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত আছে যে, প্রিয়নবী করিম (সা.) বলেছেন, কোনো বান্দা যখন মিথ্যা কথা বলে তখন এই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা তার থেকে দূরে সরে যায় (তিরমিজি)।

 
Electronic Paper