ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শিরক কত প্রকার? শিরকের পরিণতি কী?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

প্রশ্নটি করেছেন রাসেল, দিনাজপুর থেকে।

উত্তর: শিরক হচ্ছে অংশীদার স্থাপন। ইসলামের পরিভাষায় কুরআন সুন্নাহতে আল্লাহর যে সমস্ত নাম ও গুণাবলী উল্লেখিত হয়েছে সেগুলোকে অবিশ্বাস করা, যে সকল কাজের জন্য (ইবাদত ও আমলের) আল্লাহ বান্দাদেরকে সৃষ্টি করেছেন তাতে তার একত্ববাদ প্রতিষ্ঠিত করা থেকে বিরত থাকাকে শিরক বলে।

শিরকের প্রকার:
১.শিরকে আকবর: সরাসরি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, যেমন- কাউকে ইবাদতমূলক আহ্বান করা। আল্লাহ ব্যতিত অন্যের নামে পশু জবাই বা কুরবানি করা, কল্যাণ ও অকল্যাণের মালিক জানা ও মানা।

২. শিরকে আসগার: শিরকে আকবর নয় এমন যেসব কর্মকে শরিয়তে সুস্পষ্ট প্রমাণ দ্বারা শিরক বলে আখ্যায়িত করা হয়েছে সেগুলোই শিরকে আসগার। শিরকে আসগর হলো এমন সব কথা বা কাজ বাহ্যিকভাবে গাইরুল্লাহকে আল্লাহ তা’আলার সঙ্গে সমান করে নেওয়া।

শিরকের পরিণতি
এ শিরক সম্পাদনকারী সম্পূর্ণরূপে ইসলাম থেকে বাতিল হয়ে যাবে। কারণ তা সরাসরি কুফরির নামান্তর। ফলে তার কোনো নেক আমল কাজে আসে না বরং সবই বিফলে যাবে।

 
Electronic Paper