ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ওজু ভঙ্গের কারণ কী কী?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৮

প্রশ্নটি জানতে চেয়েছেন মারুফ হাসান, লালমনিরহাট থেকে।

ওজু ভঙ্গের কারণগুলো

০১. প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া।

০২. দেহের কোনো অংশ থেকে রক্ত, পুঁজ বের হয়ে যদি পবিত্র হওয়ার বিধান প্রযোজ্য হয়। অর্থাৎ গড়িয়ে পড়ে।

০৩. মুখভর্তি বমি অর্থাৎ বেশি পরিমাণে বমি হলে।

০৪. নাক দিয়ে রক্ত প্রবাহিত হলে।

০৫. চিত হয়ে, কাত হয়ে হেলান দিয়ে কিংবা কোনো কিছুর সঙ্গে ঠেস দিয়ে ঘুমালে।

০৬. অজ্ঞান হওয়ার পর বোধশক্তি লোপ পায়।

০৭. অপ্রকতিস্থতা হলে। যা ঘুম বা নিদ্রার চেয়েও প্রবল।

০৮. রুকু-সাজদাবিশিষ্ট নামাজে অট্টহাসি; তবে জানাজা নামাজে, তিলাওয়াতে সিজদায় এবং নামাজের বাইরে হাসলে অজু নষ্ট হবে না।

০৯. পায়খানার রাস্তা দিয়ে কীট বের হলে পবিত্রতা অর্জন তথা অজু করতে হবে।

১০. ফোঁড়া বা ফোসকার চামড়া তুলে ফেলার কারণে যদি পানি বা পুঁজ বের হয়ে ফোঁড়া বা ফোসকার মুখ অতিক্রম করে তাহলে পবিত্র নষ্ট হবে।

১১. পুরুষ ও মহিলার গুপ্তাঙ্গ কোনো অন্তরায় ব্যতীত একত্র হলে, বীর্যপাত হোক আর না হোক ওজু নষ্ট হবে।

ধর্মকথা বিষয়ে আপনার কোনো প্রশ্ন জানার থাকলে আমাদের কাছে লিখে পাঠান খোলা কাগজ : বসতি হরাইজন, ১৮/বি, বাসা-২১, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩। ই-মেইল : [email protected] এই ঠিকানায়।

 

 

 
Electronic Paper