ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দিনরাতে কত রাকাত নামাজ পড়তে হয়?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০১৮

প্রশ্নটি করেছেন নুসরাত নিভা, বগুড়া।
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। ফরজের পাশাপাশি প্রত্যেক ওয়াক্তেই ওয়াজিব, সুন্নাত এবং নফল নামাজ রয়েছে। নামাজের রাকাত নিয়ে রয়েছে মতপার্থক্য। ন্যূনতম যা পড়া দরকার তার বিবরণ তুলে ধরা হলো

ফজর
ফজরে প্রথমে দুই রাকাত সুন্নাত এবং পরে দুই রাকাত ফরজ নামাজ পড়তে হয়।

জোহর
জোহরের নামাজ প্রথমে চার রাকাত সুন্নাত। তারপর চার রাকাত ফরজ এবং তারপর দুই রাকাত সুন্নাত। এ ১০ রাকাত পড়া উত্তম। কেউ কেউ সর্বশেষ দুই রাকত নফল নামাজও পড়েন। এ হিসাবে জোহরের নামাজ মোট ১২ রাকাত আদায় করতে হয়।

আসর
আসরের নামাজ চার রাকাত ফরজ। কেউ কেউ ফরজের আগে চার রাকাত সুন্নাত নামাজ পড়ে থাকেন।

মাগরিব
মাগরিবে প্রথম তিন রাকাত ফরজ। তারপর দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয়। কেউ কেউ সুন্নাতের পর দুই রাকাত নফল পড়ে থাকেন।

এশা
এশার নামাজে চার রাকাত ফরজ। তারপর দুই রাকাত সুন্নাত। অতঃপর তিন রাকাত বিতর। বিতর পড়া ওয়াজিব। অনেকে ফরজের আগে চার রাকাত সুন্নাত এবং বিতরের পর দুই রাকাত নফলও নামাজ পড়ে থাকেন।

তবে সমগ্র মুসলিম উম্মাহকে ফজর ৪ রাকাত; জোহর ১০ রাকাত; আসর ৪ রাকাত, মাগরিব ৫ রাকাত এবং এশার ৯ রাকাত নামাজ যথাযথ আদায় করা আবশ্যক।

ধর্মকথা বিষয়ে আপনার কোনো প্রশ্ন জানার থাকলে আমাদের কাছে লিখে পাঠান খোলা কাগজ : বসতি হরাইজন, ১৮/বি, বাসা-২১, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩। ই-মেইল : [email protected] এই ঠিকানায়।

 
Electronic Paper