ঢাকা, শনিবার, ১ এপ্রিল ২০২৩ | ১৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই

এম এ মান্নান
🕐 ৭:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩

আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই

মহান আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা। আল্লাহ ছাড়া আর কারও কোনো কিছু সৃষ্টির ক্ষমতা নেই। কোনো কিছু বিলীন করার ক্ষমতাও কারও নেই। আল্লাহ যখন বলেন (কুন) তা হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহর নির্দেশনায় সবকিছু বিলীন হয়ে যাবে। আর কারোর সে ক্ষমতা নেই। মানুষ পারে শুধু রূপান্তর করতে।

 

আল-কোরআনে আল্লাহ ইরশাদ করেন, আল্লাহই প্রতিটি বস্তুর সৃষ্টিকর্তা। তিনি সব সৃষ্ট জীবের রব। রব্বুল আলামিন আল্লাহ প্রতিটি সৃষ্ট জীবের চাহিদা অনুযায়ী রিজিক সরবরাহ করেন। আল কোরআনে ইরশাদ করা হয়েছে, দুনিয়ায় যত জীব রয়েছে তাদের রিজিক আল্লাহর জিম্মায়। তিনি তাদের অবস্থান ও প্রস্থান সম্পর্কে জ্ঞাত, প্রতিটি বস্তুই লিপিবদ্ধ রয়েছে সুস্পষ্ট গ্রন্থে।

আল্লাহ রহমান ও রহিম, তিনি অতি দয়ালু ও পরম মমতাময়। তার দয়া-মায়া-মমতার কোনো শেষ নেই। তিনি তার প্রতিটি সৃষ্টিকে অতি দয়ার সঙ্গে লালন-পালন করেন। প্রতিটি প্রাণীর রিজিক প্রদান করেন। আল্লাহ নিজের মাঝে ধারণ করেন সৃষ্ট জীবের প্রতি অপরিসীম ভালোবাসা এবং মমত্ববোধ।

যা দ্বারা তিনি তার সৃষ্টিকে প্রতিপালন করেন। আল কোরআনে ইরশাদ করা হয়েছে, সব স্তুতি-প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য; যিনি রহমানুর রহিম, পরম দয়ালু ও অনন্য মমতাময়। তার রহমতের বারিধারা অঝরে বর্ষিত হয়। প্রত্যেকে তা অনুভব করে। তাই আল্লাহ ইরশাদ করেন, তিনি পরম দয়ালু তার সম্পর্কে জ্ঞাতদের জিজ্ঞাসা করুন (সুরা ফুরকান : ৫৯)।

আল্লাহ দয়ালু ও মেহেরবান। তিনি নিজে যেহেতু এই গুণ ধারণ করেন যেহেতু তিনি দয়াকারীকে পছন্দ করেন। তার সৃষ্টির সঙ্গে দয়া করলে খুশি হন। দয়াকারীর প্রতি আল্লাহ বেশি বেশি দয়া করেন। যারা দয়ালু তাদের প্রতি স্বয়ং রহমান দয়া করেন। সুতরাং দুনিয়াবাসীর প্রতি তোমরা দয়া কর তবেই আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবে। (আবু দাউদ)।

আল্লাহর নৈকট্য লাভ করা যায় অপর মানুষের প্রতি দয়া ও সদাচরণের মাধ্যমে। দয়ার অন্য নাম সদাচরণ, যাকে আরবিতে হুসনুল খুলক বা খুলুকুল আজিম বলে। সদাচরণ আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল। ফরজ ইবাদতের পর সর্বোৎকৃষ্ট কাজ হলো সদাচারণ। তাই সদাচরণকারী ব্যক্তি আল্লাহর কাছে যেমন প্রিয় হয় তেমনি মানুষের কাছেও প্রিয়।

আর এ কারণে প্রিয়নবী (সা.) একটি হাদিসে ইরশাদ করেন, নিশ্চয়ই মুমিন বান্দা তার সদাচরণের মাধ্যমে রোজাদার ও রাত জেগে ইবাদতকারীর মর্যাদা লাভ করে। (আবু দাউদ)। সদাচরণ কেবল যে উত্তম আমল তাই নয় বরং একে পূর্ণ ইমানের পরিচয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

একটি হাদিসে রসুল (সা.) ইরশাদ করেন, সবচেয়ে পরিপূর্ণ ইমানদারদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো এবং যে আপন পরিবার-পরিজনের সঙ্গে সবচেয়ে বেশি নম্র আচরণকারী।

সদাচরণে রয়েছে সীমাহীন নেকি। যে কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচরণে উৎসাহিত করেছেন। সদাচরণ নেকির পাল্লা ভারী করে দেয়। একটি হাদিসে রসুল (সা.) ইরশাদ করেন, মুমিনের পাল্লায় সচ্চরিত্রের চেয়ে বেশি ভারী কোনো জিনিস থাকবে না। (আবু দাউদ)।

 
Electronic Paper