ফিতনা থেকে বাঁচার উপায়
জাওয়াদ তাহের
🕐 ১১:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩

অসংখ্য হাদিস থেকে জানা যায়, শেষ জামানায় ভয়াবহ ফিতনা দেখা দেবে। মুসলিম উম্মাহর মধ্যে ফিতনা বিপর্যয়ের আকারে দেখা দেবে। এই ফিতনা থেকে বেঁচে থাকার জন্য ইসলামে বিভিন্নভাবে সতর্ক করা হয়েছে। বিভিন্ন হাদিসে ফিতনা আসার বিভিন্ন রূপ বর্ণিত হয়েছে। কোনো হাদিসে এসেছে, ফিতনা আসবে নিকষ কালো অন্ধকার রাতের মতো, আবার কোনো হাদিসে এসেছে, গ্রীষ্মের ঝঞ্ঝাবায়ুর মতো দ্রুত বেগে ফিতনা ছুটে আসবে, আবার কোনো হাদিসে এসেছে, সাগরের ঢেউয়ের মতো প্রবল বেগে ফিতনা ধেয়ে আসবে।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন কিয়ামত সন্নিকট হবে, আমল কমে যাবে, অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে এবং হারজ বেড়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হারজ কী? তিনি বললেন, হত্যা, হত্যা। (সহিহ বুখারি, হাদিস : ৬০৩৭)
কেন এই ফিতনা :
আল্লাহ তাআলা বান্দাকে ফিতনা দেওয়ার হিকমত হচ্ছে, বান্দাকে পরীক্ষা করা। এর মাধ্যমে বান্দার সততা, তার ঈমান, ধৈর্য ইত্যাদি প্রকাশ পেয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ‘মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তাদের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে?
অথচ তাদের আগে যারা গত হয়েছে তাদেরও আমি পরীক্ষা করেছি। সুতরাং আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যনিষ্ঠার পরিচয় দিয়েছে এবং তিনি অবশ্যই জেনে নেবেন কারা মিথ্যাবাদী।’ (সুরা : আনকাবুত, আয়াত : ২-৩)
যেসব কারণে ফিতনায় পতিত হবে অজ্ঞতা প্রকৃত দ্বিন সম্পর্কে না জানার কারণে অনেক মানুষ ফিতনায় পতিত হয়। আমাদের পূর্বসূরিরা যেভাবে দ্বিনকে বুঝেছেন, সত্যকে যেভাবে অনুধাবন করেছেন, সেভাবে অনুভব না করা এবং না বোঝার কারণে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
