ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কওমিতে নতুন সংগঠন 'কওমি মাদরাসা শিক্ষক পরিষদ'

জ্যেষ্ঠ প্রতিবেদক
🕐 ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ০৮, ২০২৩

কওমিতে নতুন সংগঠন 'কওমি মাদরাসা শিক্ষক পরিষদ'

ধর্মীয় শিক্ষা ব্যবস্থা সুরক্ষিত ও সুসংগঠিত করার লক্ষে "কওমি মাদরাসা শিক্ষক পরিষদ" নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। কওমি অঙ্গনে বিশৃঙ্খলা দূর করতেই নতুন এই উদ্যোগ বলে জানান সংগঠনের নেতারা। শনিবার গাজীপুর কাপাসিয়া দেওনায় অবস্থিত মাদরাসায় দাওয়াতুল হকে উলামা মাশায়েখ সম্মেলনে এই অরাজনৈতিক

 

সংগঠনের ঘোষণা দেওয়া হয়৷ সংগঠনের সভাপতি হয়েছেন প্রিন্সিপাল মিজানুর রহমান পীর সাহেব দেওনা। যিনি হেফাজতে ইসলামের নায়েবে আমির। পরে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সভাপতি প্রিন্সিপাল মিজানুর রহমান বলেন, আজ ধর্মীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে।ধর্মীয় শিক্ষা আজ অস্তিত্ব সঙ্কটে। জাতীয় শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা সঙ্কোচনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না। সরকারের কাছে আমাদের তিন দফা দাবি পেশ করছি প্রথমত জাতীয় শিক্ষা কমিশনে হক্কানী আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত পাবলিক সিলেবাসে অষ্টম শ্রেণি পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। তৃতীয়ত পাবলিক পরিক্ষায় ধর্ম বিষয়ে ১০০নাম্বারের পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। সারাদেশে এই দাবির পক্ষ জনমত গড়ে তুলা হবে ইনশাআল্লাহ।

কওমি মাদরাসা শিক্ষক পরিষদের কমিটি সভাপতি নির্বাচিত হন প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান চৌধুরী। এসময়, সিনিয়র সহ সভাপতি মাওলানা আশেক মোস্তফা, সংগঠনের সহ সভাপতি হেফাজতের সাবেক নেতা ও মারকাজুত তারবিয়্যাহ বাংলাদেশের মুহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আবদুল বাসেত খান সিরাজগঞ্জী ও মাওলানা সিদ্দিকুর রহমান (কটিয়াদী), মাওলানা জসিম উদ্দিন,মাওলানা হামেদ জাহেরী,মাওলানা যুবায়ের আহমাদ লালবাগ, মাওলানা জসিম উদ্দীন লালবাগ,মুফতী নাসির উদ্দীন নূরী,মাওলানা ফজলুল করীম কাসেমী,মাওলানা সানাউল্লাহ খান,মাওলানা ইয়ামিন হুসাইন আজমী, মাওলানা যাকারিয়া, মাওলানা দ্বীন মোহাম্মদ ও মাওলানা হুসাইন আহমাদ।

মহাসচিব হয়েছেন জামিয়া ইসলামিয়া তালীমুস সুন্নাহ থানুভীনগর, মুগদার মুহতামিম মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী। যুগ্ম মহাসচিব মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফ, মাওলানা কাজী মুঈনুদ্দীন আহমদ, মাওলানা মেসবাহ উদ্দিন প্রমুখ।

সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা জাকারিয়া, মাওলানা মেরাজুল হক মাজহারী আর আইন সচিব হয়েছেন অ্যাড. মতিউর রহমান। সংগঠনের তরফ থেকে জানানো হয়, ১৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই প্রকাশ করা হবে।

 
Electronic Paper