ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেরোবি বন্ধ ও ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল

নাহিদুজ্জামান নাহিদ, বেরোবি প্রতিনিধি
🕐 ৬:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

বেরোবি বন্ধ ও ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল

মহামারী করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয় নিয়ে সিদ্ধান্ত আগামীকাল। শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-উপাচার্য বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে কি না এ বিষয়ে আগামীকাল (২২ জানুয়ারি) শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের আগে থেকেই অনলাইন ও অফলাইনে উভয় মাধ্যমেই ক্লাস ও পরীক্ষা নেওয়ার অনুমোদন নেওয়াই আছে। পরিস্থিতির উপর বিবেচনা করে অনলাইন বা অফলাইনে ক্লাস ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবাসিক হল খোলা রাখার বিষয়ে বিশ^বিদ্যালয়ের একটি বিশ^স্থ সুত্র জানায় , হল বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
এর আগে গত বছরের ৫ ডিসেম্বর একাডেমিক কমিটির ৩৫তম সভায় সশরীরের (অফলাইন) পাশাপাশি অনলাইনেও সকল পরীক্ষা গ্রহণ করা যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 
Electronic Paper